আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে আপনার ফেসবুক একাউন্টটি প্রথম কবে
খুলেছিলেন। হ্যাঁ আপনি ভুললেও ফেসবুক কিন্তু ভুলে নাই, চাইলেই আপনি দেখে
নিতে পারেন আপনার ফেসবুক একাউন্টটি কবে খুলেছিলেন এবং ঘুরে আসতে পারেন সেই
পুরনো স্মৃতি থেকে।
১ । প্রথমে ফেসবুক এ প্রবেশ করুন ।
২। এরপর প্রোফাইলে প্রবেশ করুন ।
৩ । এরপর টাইমলাইন বারের নিচের ডান এবং বাম দিকে লক্ষ করুন Activity Log (এক্টিভিটি লগ) এখানে ক্লিক করুন ।
৪। এরপর এক্টিভিটি লগ এ ঢুকে একদম নীচের ডান দিকে লক্ষ্য করলে দেখবেন সাল দেয়া আছে ।
৫। এবার সবচেয়ে নীচের সাল এ ক্লিক করুন।
৬। এরপর সাল এ ক্লিক করলে যে মাস দেখা যাবে সেই মাসেই আপনি আপনার ফেসবুক
একাউন্ট খুলেছিলেন ।
0 comments:
Post a Comment