• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER
BDTips92.Com::বিডি-টিপস৯২ ডট কম
Menu
  • হোম
  • ব্লগ ডিজাইন
  • ব্লগ উইজেট
  • ব্লগার টেমপ্লেট
  • অনলাইন আয়
  • বিভাগসমুহ
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 1
    • Sub-Menu 2

Thursday, July 27, 2017

Unknown

জিপিতে আবারো ১ টাকায় ১০০ এমবি! না দেখলে নিজেই পস্তাবেন।

  Unknown      Thursday, July 27, 2017     জিপি      No comments   
জিপিতে দারুণ অফার!
মাত্র ১ টাকায় ১০০ এমবি।
বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখুন-
 
অফারটির মেয়াদ ৩ দিন।
গ্রাহক এটি সর্বোচ্চ ১ বার নিতে পারবেন।
অফার নিতে *১২১*৩২০৮# ডায়াল করুন।
অামি জানি না সবাই পাবেন কিনা তবুও সবাই চেষ্টা করে দেখতে পারেন পেতেও পারেন অার জারা sms পেয়েছেন তারা তো পাবেন ১০০০% গ্যরান্টি
Read More
Smiley face
Unknown

হ্যাকিং শেখার প্রয়োজনীয় ৩ টি ইবুক ডাউনলোড করে নিন এখুনি !

  Unknown      Thursday, July 27, 2017     হ্যাকিং      2 comments   
সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদেরকে হ্যাকিং শেখার কয়েকটি টিউটোরিয়াল বই উপহার দিবো । হ্যাকিং শিখুন জানার জন্য …নিজেকে ব্যক্তিগত আইডি গুলোকে অন্যের হাত রক্ষার জন্য সবাই কে হ্যাকিং সম্পর্কে অবশ্যই জানা উচিত ……
অন্যের ক্ষতি করার জন্য হাকিং না শিখাই ভালো …
শুধু শুধু নিজের নামের জন্য অন্যের ক্ষতি করে কি লাভ…
আপনার কাছে অন্যের আইডি হ্যাক করা স্রেফ মজা কিন্তু যার আইডি হ্যাক করছেন তার জন্য সেইটা অভিশাপ হতে পারে …
যার আইডি হ্যাক করছেন একাবার তার অবস্থানে এসে তার মানসিক অবস্থা চিন্তা করে দেখুন ………
এই বইগুল পড়লে আপনি হয়তো বুঝতে পারবেন আপনার নিরাপত্তায় কোথায় কোথায় ল্যাকিংস আছে ..

1. Hacking Bangla Ebook – Download

2. Hackology – Download

3. Bangla Hacking Tutorial – Download

আমি হ্যাকিং সম্পর্কে এই বাংলা বইগুলো এখানে শেয়ার করছি শুধু সতর্ক হবার জন্য …যাতে আপনার গুরুত্বপূর্ণ আইডি অন্যের আক্রমন থেকে রক্ষার জন্য …
Read More

Wednesday, July 26, 2017

Unknown

নাম ছাড়া ফেসবুক আইডি খুলে চমকিয়ে দিন সব চাইতে সহজ উপায়ে।

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
“আসসালামু আলাইকুম ”
কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল আছেন।
আমি আজ শেখাব কিভাবে নাম ছাড়া ফেসবুক আইডি খুলবেন।
এর জন্য আগেই যেকোন নাম দিয়ে একটি আইডি খুলতে হবে।

যা যা লাগবে


১. UC Web Browser
২. IP address
৩. একটা ফেসবুক আইডি যার নাম চেঞ্জ করে যাবে।

কাজ এর ধারা


১. প্রথমে UC Web Browser দিয়ে ফেসবুক আইডি ওপেন করুন। মানে প্রবেশ করুন।
২. তার পর ফেসবুক এর মোবাইল ভার্শন এ যান।
৩. তার পর ফেসবুক এর account setting > General > language >
Bhasha Indonesia করে দিন।
৪. তার পর UC Web browser এর সেটিং অপশনে গিয়ে,
নিচের Proxy and
Port 219.083.100.195:8080 or 118.98.35.251:8080
বসিয়ে দিন।
৫. তার পর সেভ দিন।
৬. তার পর ফেসবুক এর সেটিং এর জেনারেল অপশনের গিয়ে নাম চেঞ্জ এর প্রথম ও শেষ এর এই টা k ﱞﱞﱞ k কপি করে প্রথম বক্স এ বসিয়ে দিন
(remove the ‘k’ letters)
৭. Confirm your password & SAVE it.
৮. এবার ভাষ পরিবর্তন করে English (US) করে দিন।
কাজ শেষ।
কোন সমস্যা হলে অবশ্যয় কমেন্ট করবেন।
অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেনা ফেসবুকে

Read More
Unknown

ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন- জেনে নিন এক ক্লিকেই

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে আপনার ফেসবুক একাউন্টটি প্রথম কবে খুলেছিলেন। হ্যাঁ আপনি ভুললেও ফেসবুক কিন্তু ভুলে নাই, চাইলেই আপনি দেখে নিতে পারেন আপনার ফেসবুক একাউন্টটি কবে খুলেছিলেন এবং ঘুরে আসতে পারেন সেই পুরনো স্মৃতি থেকে।
১ । প্রথমে ফেসবুক এ প্রবেশ করুন ।
২। এরপর প্রোফাইলে প্রবেশ করুন ।
৩ । এরপর টাইমলাইন বারের নিচের ডান এবং বাম দিকে লক্ষ করুন Activity Log (এক্টিভিটি লগ) এখানে ক্লিক করুন ।
৪। এরপর এক্টিভিটি লগ এ ঢুকে একদম নীচের ডান দিকে লক্ষ্য করলে দেখবেন সাল দেয়া আছে ।
৫। এবার সবচেয়ে নীচের সাল এ ক্লিক করুন।
৬। এরপর সাল এ ক্লিক করলে যে মাস দেখা যাবে সেই মাসেই আপনি আপনার ফেসবুক
একাউন্ট খুলেছিলেন ।
Read More
Unknown

চলছে বর্ষাকাল, বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন?

  Unknown      Wednesday, July 26, 2017     টিপস-ট্রিকস      No comments   
চলছে বর্ষাকাল, বৃষ্টি-বদলা লেগেই রয়েছে। এই অবস্থায় অফিস বা স্কুল-কলেজ যাওয়ার পথে আপনার শখের স্মার্টফোনটি হাত থেকে পানিতে পড়ে যেতেই পারে।

সম্প্রতি এখন অনেক কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানিয়েছে। কিন্তু তাদের মূল্য আকাশ ছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। কিন্তু আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তাহলে আপনাদের জন্য রয়েছে কয়েকটি টিপস। ফোন ভিজে গেলে সামান্য কয়েকটি উপায়ে খুব সহজেই তা ঠিক করতে পারবেন আপনি নিজেই। তাও আবার বাড়িতে বসে বিনামূল্যে।

১। ফোনে বৃষ্টির জলে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন। যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে ফোনে থাকা সমস্ত ডেটা উড়ে যায়।
২। ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।
৩। সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।
৪। ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।
৫। ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলি গলে যেতে পারে।
৬। এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প জল থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।
৭। ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।
এরপরও যদি আপনার ফোন চালু না হয় তাহলে ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান। ফোন পানিতে পড়ে গেলেও একই পদ্ধতিতে তা সারানো যাবে।
Read More
Unknown

চোখের যত্ন নিন, চোখ টিপতেই চোখের কিছু ব্যায়াম(চশমাকে বিদায় দিন)।

  Unknown      Wednesday, July 26, 2017     সাস্থকথা      No comments   
কম্পিউটারের সামনে কাজ করছেন তো
করছেনই। চোখে সমস্যা হতেই পারে।
চশমা পরতে ভালো লাগেনা? চোখের উপর
দিয়ে খুব প্রেশার যাচ্ছে। হ্যাঁ ভাই
আপনার জন্যাই আছে বেশ কিছু ভালো
টিপস। একেবারেই বিনামূল্যে। করে
দেখুন বেশ কাজে আসবে।
এসব টিপসগুলো কাজে লাগিয়ে
দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হবে।
১.২ হাতের তালু ঘষে একটু গরম করুন ।
তারপর আলতোভাবে চোখের পাতায়
চেপে ধরুন। এতে চোখ আরাম পাবে। এই
হালকা উষ্ঞতা নার্ভ সতেজ হবে
পাশাপাশি রক্তসঞ্চালন বাড়বে।
২. দুচোখ কিছুক্ষনের জন্য বন্ধ করুন তো।
এরপর হঠাৎই খুলে ফেলুন। এটি চোখের জন্য
ভালো একটি ব্যায়াম। অবসরে এটি
নিয়মিত করতে পারেন।
৩. চোখ বন্ধ রেখেই চোখ ঘোরাতে থাকুন।
আস্তে আস্তে সবদিকে কিছুক্সনের জন্য
চোখের ই ব্যয়ামটি চালিয়ে যান।
৪.কোনো দিকে একটি নির্দিষ্ট দূরুত্ব
থেকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন ।
অবশ্য সেটি যদি প্রাকৃতিক সবুজ হয় তবে
ভালো। এই তাকিয়ে থাকার সময়টি
যেনো প্রতি আধাঘন্টা থেকে ১ ঘন্টা
অন্তর অন্তত ৩০ সেকেন্ডর জন্যও হয়। এতে
দৃষ্টিশক্তি বাড়বে।
৫. এ ছোটো প্রয়াসগুলোর পাশাপাুিশ
পুষ্টিকন খাবার খান।বিশেষ করে
ভিটামিন এ যুক্ত খাবার। ফলের মধ্যে
খান আম, পেপে, কমলা।
বিদ্র: কেউ যেনো ঘাস খেতে যাবেন না
। কারণ এটা গরুদেরই খাবার।
Read More

Tuesday, July 25, 2017

Unknown

Android এর একটি সেরা Launcher। জলদি নিয়ে নিন।মিস করবেন না

  Unknown      Tuesday, July 25, 2017     লান্সার      No comments   
টাইটেলে দেখে বুজে গেছেন।যে আজ আমি কিরকম Launcher শেয়ার করবো।।
Launcher টা Download করুন। নিচে থেকে।…
Name:ZERO Launcher…
Download Now…
অনেক ফিচার রয়েছে এই Launcher এর।
…
এক নজরে কিছু ফিচার দেখে নিন।…
1.
2.
3.
4.
আরো অনেক ফিচার রয়েছে।।সেগুলো দিতে পারলাম না।আপনারা দেখে নিয়েন।……
Read More
Older Posts → Home
  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ( পড়ুন, বাঁচতে… পারে একটি জীবন)
  • নাম ছাড়া ফেসবুক আইডি খুলে চমকিয়ে দিন সব চাইতে সহজ উপায়ে।
  • হ্যাকিং শেখার প্রয়োজনীয় ৩ টি ইবুক ডাউনলোড করে নিন এখুনি !
  • Android এর একটি সেরা Launcher। জলদি নিয়ে নিন।মিস করবেন না
  • বাংলালিংক বন্ধ সিম চালু করে বুঝে নিন ১৯ টাকা ১০ জিবি ইন্টারনেট।
  • জিপিতে আবারো ১ টাকায় ১০০ এমবি! না দেখলে নিজেই পস্তাবেন।
  • ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন- জেনে নিন এক ক্লিকেই
  • চোখের যত্ন নিন, চোখ টিপতেই চোখের কিছু ব্যায়াম(চশমাকে বিদায় দিন)।
  • চলছে বর্ষাকাল, বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন?
  • পানির নিচে হারিয়ে যাওয়া কয়েকটি শহরের বিষ্ময়কর রহস্যের ইতিকথা. . !

Blog Archive

  • July (10)
Copyright © BDTips92.Com::বিডি-টিপস৯২ ডট কম All Rights Reserved